কুষ্টিয়া : খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে আমরা জঙ্গি দমনে এগিয়ে যেতে পারতাম বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকার থেকেও শেখ হাসিনার সরকার এগিয়ে।’ তিনি আরও বলেন, ‘প্রকাশ্যে সে সব জঙ্গি অস্ত্র নিয়ে আক্রমণ করছে তার পেছনে যারা আছে, তাদের বিচারের সন্মুখীন করা হবে।’
এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্ম্পকে ইনু বলেন, ‘বিএনপির নেতাদের স্বীকার করে নেওয়া উচিত, তারা এই নির্বাচনে পরাজিত হয়েছেন। তারা জঙ্গি দমনের যুদ্ধে এখনো জঙ্গির পক্ষেই আছেন।’ তিনি আরও বলেন, ‘বিএনপির নেতারা নির্বাচনে অংশ গ্রহণ করলেও তারা জঙ্গির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেনি।’
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদীন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
২৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস