শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১২:২১:১৮

ছিলেন একজন সৎ ব্যবসায়ী, মাটি কা'টতে গিয়ে কবর দেয়ার ২৫ বছর পরেও মিলল নূরুজ্জামানের অক্ষ'ত লা'শ!

ছিলেন একজন সৎ ব্যবসায়ী, মাটি কা'টতে গিয়ে কবর দেয়ার ২৫ বছর পরেও মিলল নূরুজ্জামানের অক্ষ'ত লা'শ!

কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের বহল বাড়িয়ায় বাড়ি করার জন্য মাটি কা'টতে গিয়ে কবর'স্থ করার ২৫ বছর পরে অ'ক্ষত অবস্থায় মৃ'তদে'হ পাওয়া গেছে। শুক্রবার মাটি কাটার শ্রমিকরা লা'শটি উ'দ্ধার করে।

২৫ বছর আগে মা'রা যাওয়া মনোহর মিস্ত্রির ছেলে নূরুজ্জামানের অক্ষ'ত মৃ'তদেহ নিয়ে এলাকায় চা'ঞ্চল্যকর প'রিস্থিতি সৃষ্টি হয়েছে। অ'ক্ষত অবস্থায় ২৫ বছরের পুরানো মৃ'তদেহ উ'দ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহলবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলের বাড়ি তৈরির জন্য মাটি কা'টতে গিয়ে মৃ'তদেহ দেখতে পাই মাটি কা'টার শ্রমিকরা। পরে স্থানীয়রা এসে মৃ'তদে'হ শনা'ক্ত করে। সন্ধ্যায় বহলবাড়িয়া ক'বরস্থানে পুনরায় দা'ফন করা হয়।

মৃ'তদে'হ শনা'ক্ত করে নিহ'তের মামাতো ভাই সানোয়ার বলেন, নুরুজ্জামান একজন সৎ কাপড়ের ব্যবসায়ী ছিলেন।প্রায় ২৫ বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ডাকাতদল তাকে ধরে কুমারখালী গড়াই নদীর পাড়ে মুখের মধ্যে বিষা'ক্ত পলিথিন ও গামছা দিয়ে অজ্ঞা'ন করে মা'লামা'ল লু'ট করে ফে'লে রেখে চলে যায়।পরবর্তীতে খোঁ'জাখুঁ'জির একপর্যায়ে তাকে নদীর পাড় থেকে উ'দ্ধার করা হয়। প্রায় এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় মা'রা গেলে তাকে বাড়ির পাশের বাগানে দা'ফন করা হয়। শুক্রবার নিহতের চাচাতো ভাই বাড়ি করার জন্য মাটি কা'টতে গেলে পুনরায় মৃ'তদে'হটি অ'ক্ষত অবস্থায় পাওয়া যায়।

চৌরঙ্গী তদন্তের কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাকিব হাসান জানান, মাটি কা'টতে গিয়ে ২৫ বছরের পুরানো নুরুজ্জামান নামের এক ব্যক্তির মৃ'তদে'হ উ'দ্ধার করে পুনরায় দা'ফন করেছে স্থানীয়রা।-যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে