কুষ্টিয়া: প্রায় দুই সপ্তাহের করোনাভাইরাসের স'ঙ্গে ল'ড়া'ইয়ের পর অবশেষে হা'র মা'নলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান (৪২)। বুধবার রাত ১০টা ৩৭ মিনিটে ঢাকার রাজারবাগ'স্থ কে'ন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃ'ত্যু হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, এসএম আরিফুর রহমান দুই সপ্তাহ আগে করোনা আ'ক্রা'ন্ত হন। প্রথমে তিনি স্থানীয়ভাবে চিকি'ৎসা নিলেও পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অব'স্থার অব'ন'তি হলে তাকে ঢাকার রাজারবাগ'স্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প'রিস্থি'তির আরও অ'ব'ন'তি হলে তাকে লা'ই'ফ সা'পো'র্টে রাখা হয়। বুধবার রাতে সেখানে তার মৃ'ত্যু হয়।
পুলিশ সুপার আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লা'ই'নে স্বা'স্থ্যবি'ধি মে'নে তার জা'না'জা অ'নুষ্ঠিত হবে। এরপর আরিফুরের ম'রদে'হ খুলনায় তার গ্রামের বাড়িতে পা'ঠানো হবে।