কুষ্টিয়া : আওয়ামী লীগ সবসময় জাতীয় ঐক্য চায় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে বিভিন্ন অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়ায় বেগম খালেদা জিয়ার সাথে কোনো জাতীয় ঐক্য নয়।’
শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের মিলপাড়া মাঠে ২য় মেয়র হ্যান্ডবল গোল্ডকাপের ফাইনাল উপলক্ষে এক অনুষ্ঠানে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার দায় স্বীকার করে অনুতপ্ত হয়ে বেগম জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষ ত্যাগ করাসহ তথাকথিত ৯০ দিনের অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যার জন্য তিনি অনুশোচনা বোধ করেন কিনা, নিহতের পরিবারের কাছে তিনি ক্ষমা চেয়েছেন কিনা এসব বিষয়ে তার অবস্থা স্পষ্ট করতে হবে।
তিনি বলেন, এতসব অপকর্ম করার পরেও বেগম জিয়া কোনো দু:খ প্রকাশ করেননি। এখনও তারা পাকিস্তানের আদর্শ ধারন করে দেশকে পাকিস্তানের ভাবধারায় নিয়ে যেতে চায়। তাদের সাথে কোন জাতীয় ঐক্য হবে না।
এসময় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, প্যানেল মেয়র মতিউর রহমান মজনু, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইনালে দৌলতপুর উপজেলা দলকে ১৫-১২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জিএসএম ইন্টারন্যাশনাল দল। টুর্নামেন্টে ৪টি দল অংশ নেয়।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস