বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ১২:১৪:২৭

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

কুষ্টিয়া: কুষ্টিয়া সদরের দহকুলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম লাল্টু মোল্লা (৪০)। তিনি বিদ্রোহী প্রার্থীর সমর্থক ছিলেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে লাল্টু মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ও আবারো সংঘর্ষ শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে আলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসের সমর্থকরা হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থী শেখ সিরাজ উদ্দিনের লোকজনের ওপর হামলা চালায়। এর জের ধরে দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিরাজ চেয়ারম্যানের সমর্থক লাল্টু মোল্লাসহ অন্ততপক্ষে ১৫ জন আহত হন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক জানান, সদর উপজেলার দহকুলা গ্রামের সোহরাব মোল্লার ছেলে লাল্টু মোল্লার মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে নিহতের পরিবার ওই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসকে দায়ী করেছে। আগামী ৭ মে চতুর্থ ধাপে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে