কুষ্টিয়া প্রতিনিধি : রাত না পোহাতেই ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে। এ অভিযোগে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনা ঘটেছে কুষ্টিয়ার সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের একটি কেন্দ্রে। নির্বাচনের আগেই রাতে আগাম ১৩শ' ২৮টি সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেছেন রিটার্নিং অফিসার।
নিয়মবহির্ভূত আগাম সিল মারার অপরাধে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশরাফ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। রাত আটটার দিকে পশ্চিম আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় ২নং কেন্দ্রের ওই ব্যালট পেপারগুলোর উল্টো পিঠে সরকারি সিল মারার ঘটনা ঘটে।
এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীর ৬২৮টি ও সংরক্ষিত নারী সদস্যদের ৭০০টি ব্যালট পেপার রয়েছে।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, কাজ এগিয়ে রাখার জন্য তিনি সিল মেরেছেন।
তবে নির্বাচন শুরু হওয়ার আগে ব্যালট পেপারে কোন ধরনের সিল মারার নিয়ম নেই।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার নওয়াবুল ইসলাম জানিয়েছেন, এরই মধ্যে রিটার্নিং অফিসার সুখেন কুমার পাল ওই প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছেন।
প্রিজাইডিং অফিসার আশরাফ উদ্দিন কুষ্টিয়া ইসলামীয়া কলেজের শিক্ষক বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নে মোট ১০১ ভোটকেন্দ্র ও কুমারখালী উপজেলার ১১ ইউনিয়নে মোট ১০৪ ভোটকেন্দ্র। সবগুলো কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম