পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন (৫৫)। তার মেয়ের স্বামীর নাম নাসির উদ্দীন। দুজনে একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জামাই।
পুলিশ জানায়, শারীরিক প্রতিবন্ধী দুলালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত দুলালের মেয়ে ও নাসিরের স্ত্রী রূপালী খাতুন জানান, একমাত্র কন্যাসহ বাবার বাড়িতে থাকা অবস্থায় তার স্বামী তালাকের আবেদন পাঠান। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার দেন। পরে তা আদালত পর্যন্ত গড়ায়।
তিনি জানান, আজ সকালে তার বাবার বাড়িতে এসে নাসির নিজের মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তার ওপর হামলা চালান নাসির। তিনি কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি জালাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৬ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর