বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৮:০১

খালেদা-সৈয়দ আশরাফের বৈঠকের বিষয়ে যা বললেন হানিফ

খালেদা-সৈয়দ আশরাফের বৈঠকের বিষয়ে যা বললেন হানিফ

কুষ্টিয়া : লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকের বিষয়টি গুঞ্জব বলে উড়িয়ে দিলেন মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, সৈয়দ আশরাফ সপরিবারে ঈদ করতে লন্ডনে গেছেন।  বিএনপি নেত্রীর সঙ্গে বৈঠক করতে তিনি লন্ডনে গেছেন- বিষয়টি যারা বলেন তাদের চিন্তা-চেতনা নিয়ে আমার সন্দেহ হয়।
 
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে গরিব ও দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, দেশে আসা বা না আসার জন্য নয়।  ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে দেশের পত্র-পত্রিকা দেখলে তা বোঝা যাবে।  তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেসব মামলার সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে।  

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় গ্রেপ্তারকৃত জঙ্গিদের দেয়া ১৬৪ ধারা জবানবন্দীতে তার নাম বেরিয়ে এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবি, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজাসহ দলীয় নেতাকর্মীরা।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে