কুষ্টিয়া : খালেদা জিয়া বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যুদ্ধাপরাধীদের মতো জঙ্গি-সন্ত্রাসীদেরও বাচাঁতে পারবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে এখন জঙ্গিবিরোধী যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে জঙ্গি এবং তাদের দোসর ছাড়া সরকার, প্রশাসন এবং জনগণের মধ্যে একটা ঐক্য হয়েছে। জঙ্গিরা ছাড়া সারাদেশ এখন এক কাতারে। এর ভেতরেও বিএনপি এবং বেগম খালেদা জিয়া বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তারা জঙ্গির পরিচয় এবং দমনের কৌশল-পদ্ধতি নিয়ে যতই বিভ্রান্তিকর বক্তব্য দিক না কেন, যুদ্ধাপরাধীদের মতো জঙ্গি-সন্ত্রাসীদেরও বাচাঁতে পারবে না।
হাসানুল হক ইনু আরও বলেন, নিরাপরাধ জনগণকে রক্ষার জন্য সরকার জঙ্গি ছাড়া আর কারো গায়ে হাত দিচ্ছে না। জঙ্গিদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আমরা রাজনীতি ও উন্নয়নের চাকা অব্যাহত রাখতে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে জঙ্গি দমন যুদ্ধ শেষ পর্যায়ে নিয়ে যাব এবং জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ব।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা হক রিনার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানাসহ আরো অনেকে।
০৪ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস