আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: যদি ঘরে খাবার নাও থাকে, এক মুষ্টি চাল ভাজা হলেও টিফিন বক্সে দিয়ে ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে অনুরোধ জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান।
শনিবার আদিতমারী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে টিফিন বক্স ও পানির পট বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, এলজিএসপি’র জেলা সমন্বয়ক কবির আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াছিন আলী, ভাদাই ইউ-পি চেয়ারম্যান রোকুনুজ্জামান রোকন, মহিষখোচা ইউ-পি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মিজান।
জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলা ২টি পৌরসভায় মোট ৭৫৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে প্রথম ধাপে ৩৪৮ টিতে টিফিন বক্স ও পানির পট বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ২৮টি বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। মিটি ডে মিলের আওতায় নেয়া হয়েছে ৬ টি বিদ্যালয়। পর্যায় ক্রমে সকল বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হবে।
০৪ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস