শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:০৮:০৯

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলো শিমা আক্তার

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলো শিমা আক্তার

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলো শিমা আক্তার (২৯)। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে চলে গেলেন না ফেরার দেশে। শিমা আক্তার গত ২৮ জানুয়ারী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা নিজ বাড়ীতে অগ্নিদগ্ধ হয়। শিমা ওই এলাকার নুর ইসলামের দ্বিতীয় কন্যা।

জানা যায়, শিমা ৪ মাসের শিশু কন্যার জন্য দুধ গরম করতে রান্না ঘর যান। রান্না করার সময় তার নিজ কাপড়ে আগুন লেগে সে দগ্ধ হয়। আহত অবস্থায় তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে র্ভতির করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শিমার মৃত্যু ঘটে।

শিমার বাবা নুর ইসলাম বুলু বলেন, অনেক চেষ্টা করেও মেয়েকে বাচাঁতে পালাম না। আল্লাহ যেন তার শিশু সন্তানকে বেঁচে রাখেন।

হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল অগ্নিদগ্ধ হয়ে শিমার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
১১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে