পুত্রবধূকে গাছে বেঁধে পেটালেন শ্বশুর-শাশুড়ি
লালমনিরহাট : যৌতুকের জন্য পুত্রবধূকে গাছে বেঁধে পেটালোর অভিযোগে তার শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলায়।
পুত্রবধূ আমেনা বেগম বাতাসীকে (৩০) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে স্থানীয়রা শ্বশুর ও শাশুড়িকে আটক করে পুলিশে দিয়েছেন। আমেনাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী গ্রামের আমির হোসেন (৬০) ও আজিরন বেগম (৫৫)।
স্থানীয়রা জানান, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী গ্রামের মৃত আব্দুল বারিকের মেয়ে আমেনা বেগম বাতাসীর সঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল আজিজ মিয়ার (৩৫) বিয়ে হয়। এরই মধ্যে বাতাসীর কোলজুড়ে আসে একটি কন্যাসন্তান।
জানা গেছে, বিয়ের পর থেকেই আমেনার কাছে শ্বশুরবাড়ির লোকজন যৌতুক বাবদ ৫০ হাজার টাকা দাবি করে আসছে। দাবিকৃত টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে না পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। কন্যাসন্তান জন্ম দেয়ার পর মানসিক নির্যাতন আরো বেড়ে যায়।
এরই মধ্যে তার স্বামী আজিজকে অন্যত্র বিয়ে করাতে মেয়ে দেখতে পাঠান তার শ্বাশুর-শাশুড়ি। এতে প্রতিবাদ করলে চুল ধরে টেনে-হিঁচড়ে বাড়ির পাশে সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে হাত ও পা সুপারির গাছে বেঁধে মারধর শুরু করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম মাহফুজার রহমান জানান, এ ঘটনায় সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে। আটক শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার দেখানো হয়েছে।
১৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�