আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় হার্ট এ্যার্টাক হয়ে মারা যান আলহাজ্ব খবির উদ্দিন। তার মারা যাওয়ার সংবাদ শুনে হার্ট এ্যার্টাক করে তার স্ত্রী দেলজানও মারা যান। ওই সংবাদে দুই ছেলে অসুস্থ্য হয়ে পড়লে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জোত বাড়াইপাড়া গ্রামে।
পারিবারিক সুত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওই উপজেলার বাড়াইপাড়া ইফতেদায়ী মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় চেয়ার পাচার খেলায় অংশ গ্রহন করেন খবির উদ্দিন। ওই খেলায় তিনি ২য় স্থান অধিকার করেন। এ সময় হঠাৎ করে খবির উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে হাতীবান্ধা হাসপাতালে পথে তার মৃত্যু ঘটে। এ সংবাদ শুনে রাতে তার স্ত্রী দেলজানও অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে আসার পথে তারও মৃত্যু ঘটে। একই সঙ্গে বাবা-মায়ের মৃত্যুর সংবাদ শুনে প্রথমে তাদের বড় ছেলে আতোয়ার রহমান ও মায়ের জানাযা পড়াতে গিয়ে মেজো ছেলে আনোয়ারুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকেও হাতীবান্ধা হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়েছে।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৭ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস