শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ১১:৩৯:২২

লালমনিরহাটে ঝড় ও শিলা বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

লালমনিরহাটে ঝড় ও শিলা বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের ৫ উপজেলায় শুক্রবার মধ্য রাতে ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে শতাধিক কাচা বসত বাড়িসহ উঠতি ফসলের ব্যাপক আকারে ক্ষয়-ক্ষতি হয়েছে।

শুক্রবার রাত ১১ টার পর থেকে লালমনিরহাট জেলা সদরসহ আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ের সাথে ঘন্টা ব্যাপী শিলা বৃষ্টি হয়েছে। এতে ওই এলাকা গুলোর শতাধিক কাচা বসত বাড়ি, উঠতি ইরি-বোরো ধান, ভুট্টা ও বাদামসহ বিভিন্ন ফসলের ব্যাপক আকারে ক্ষয় ক্ষতি হয়েছে। অসংখ্য গাছ-পালা ভেঙ্গে গেছে। বিছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলা উদ্দিন খান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এ ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষয়-ক্ষতির খোঁজ খবর নেয়া হচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে