বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ১১:০৭:০৭

লালমনিরহাটে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাষ্টারপাড়া সীমান্ত থেকে লিটন মিয়া (১৮) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার ভোরে ওই সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায়। লিটন মিয়া ওই উপজেলার শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে।

লালমনিরহাট-১৫ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, লিটন মিয়াসহ কয়েকজন বাংলাদেশী ওই সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু আনতে চেষ্টা করেন। এ সময় ভারতীয় কোচবিহার-৬১ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাকে গরুসহ আটক করেন।

এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পত্র দেয়া হয়েছে। পাশাপাশি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে