আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: বিভিন্ন গণ-মাধ্যমে সংবাদ প্রকাশের পর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকার মেধাবী ছাত্র এতিম শাকিব-আল-হাসানকে আর্থিক সহযোগিতা করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এমএ শাহীন আকন্দ।
বৃহস্পতিবার সকালে শাহীন আকন্দের পক্ষে হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ইবনে সবুজ ও টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহিদ হোসেন মেধাবী ছাত্র শাকিবের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।
উল্লেখ্য, বিভিন্ন গণ-মাধ্যমে ‘জিপিএ-৫ পেয়েও গার্মেন্টসে যেতে হচ্ছে শাকিবকে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে ওই ছাত্রদল নেতা শাহীন আকন্দ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস