শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭, ১১:২০:৫৮

ত্রাণ নিয়ে বাড়ি ফিরে শিশু সন্তানের লাশ দেখলেন মা

ত্রাণ নিয়ে বাড়ি ফিরে শিশু সন্তানের লাশ দেখলেন মা

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: বন্যায় বসত বাড়ি ভেঙ্গে গেছে। এখনো মেরামত করা সম্ভব হয়নি। সরকারী ত্রাণে চলছে তাদের সংসার। শুক্রবার বিকালে সোনালী ব্যাংকের এম ডি’র দেয়া ত্রাণ আনার জন্য পাশে মিলন বাজারে আসেন মা জাহানারা বেগম। ১০ কেজি চাল ও ৩ কেজি ত্রাণের আলু নিয়ে বাড়ি ফিরে দেখে ছোট মেয়ে জান্নাতি পানিতে ডুবে মারা গেছে। জান্নাতি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের আনোয়ার হোসেনের কন্যা।

ওই এলাকার সাবেক ইউপি সদস্য জাকির হোসেন জানান, বন্যার পানিতে রিক্সা চালক আনোয়ারের বসত বাড়িতে একটি গর্ত হয়। আর্থিক সংকটের কারণে ওই গর্ত এখনো ভরাট করা সম্ভব হয়নি তাদের। শুক্রবার বিকালে আনোয়ারের স্ত্রী জাহানারা বেগম ত্রাণের জন্য পার্শ্ববর্তী মিলন বাজার আবুল হাসেম আহেম্মদ মাদ্রাসায় যায়। এ সময় সবার অজান্তে পানিতে পরে যায় ২ বছরের শিশু জান্নাতি আক্তার। কিছুক্ষন পর তার লাশ ভেসে উঠেলে স্থানীয় লোকজন শিশু জান্নাতির লাশ উদ্ধার করেন।

গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে