বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭, ০৭:১০:২৭

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় ৪ বারের এমপি জয়নুল আবেদীন

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় ৪ বারের এমপি জয়নুল আবেদীন

নিউজ ডেস্ক: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের টানা চারবারের সাবেক এমপি জয়নুল আবেদীন সরকার (৭০) লাখো জনতার ভালোবাসায় সিক্ত হলেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা এসএস হাই স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ মাঠে তার জানাজায় লাখো জনতা অংশগ্রহণ করে। প্রবীণ এ নেতাকে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানান সবাই।

বুধবার ভোরে রাজধানীর কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুইপুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে বুধবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পরিবারিক কবর স্থানে দাফন করা হয়।

তার জানাজায় সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি ও সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সারওয়ার হায়াত খান, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, সদর জেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি জয়নুল আবেদীন সরকারের পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক প্রকাশ করেছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে