শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫১:১০

মেয়েরা এখন আর খেলার পুতুল নয় : নিশাত

মেয়েরা এখন আর খেলার পুতুল নয় : নিশাত

লালমনিরহাট : বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার বলেছেন, মেয়েরাও যে পারে তা আমরা প্রমাণ করেছি।  মেয়েরা এখন আর খেলার পুতুল নয়।  স্বপ্ন আর ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এভারেস্ট জয় করেছি।

শনিবার দুপুরে হাতীবান্ধা এসএস হাইস্কুল মাঠে কিশোর-কিশোরীদের নিয়ে প্রমোট রোল মডেল নামের এক সমাবেশে এসব কথা বলেন নিশাত মজুমদার।

তিনি বলেন, মনের ইচ্ছা শক্তিই মানুষকে এগিয়ে নেয়।  সেই শক্তি কাজে লাগিয়ে তোমরাও সর্ব্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করতে পারবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় এবং ওভা’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ময়জুল ইসলাম ময়েজ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাকতুফা ওয়াসিম বেলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা এস এস হাই স্কুলে প্রধান শিক্ষক রেজাউল করিম জুয়েল, প্ল্যান বাংলাদেশের লালমনিরহাট ম্যানেজার আব্দুল মান্নান প্রমুখ।
১৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে