শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ০৫:৩৮:২০

এইমাত্র পাওয়া খবর, লালমনিরহাটে আঘাত হেনেছে ভয়াবহ ঝড়, জানুন সর্বশেষ পরিস্থিতি

 এইমাত্র পাওয়া খবর, লালমনিরহাটে আঘাত হেনেছে ভয়াবহ ঝড়, জানুন সর্বশেষ পরিস্থিতি

লালমনিরহাট: এইমাত্র পাওয়া খবরে জানা যায়, লালমনিরহাটে আঘাত হেনেছে ভয়াবহ ঝড়। দুই উপজেলায় ঝড় -শিলাবৃষ্টিতে ফসলি জমিসহ ঘর-বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ৩০মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ঘর-বাড়িসহ গাছপালা, ভুট্টা ও ইরি-বোরো ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভয়াবহ শিলাবৃষ্টিতে উপড়ে পড়েছে রাস্তার দুই ধারের শত শত গাছপালা। কৃষি সম্প্রসারণ বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

পাটগ্রাম উপজেলার দহগ্রামের বাসিন্দা তৈয়ুব আলী আরটিভি অনলাইনকে জানান, অব্যাহত শিলাবৃষ্টিতে তার সবজি ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের কৃষক মফিজ মিয়া বলেন, তার সদ্য রোপণকৃত বোরো ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক বিদুভূষন রায় বলেন, শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে