বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৭:৪০:৩৯

‌‘নির্দেশনার অপেক্ষায় আছি’

  ‌‘নির্দেশনার অপেক্ষায় আছি’

লালমনিরহাট : আর্ন্তজাতিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই ফেসবুক, ভাইবারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করা হবে। বুধবার দুপুরে লালমনিরহাটের দহগ্রামে গ্রামীণ ফোনের থ্রিজি সেবার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ফেসবুক, ভাইবারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখায় অপরাধমূলক কর্মকাণ্ড কমেছে। এসব মাধ্যমে যে অপরাধ প্রবণতা বেড়েছে তা নিয়ন্ত্রণে আনতেই এ উদ্যোগ। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য এসব খুব ভালো হলেও অপরাধীদের কারণে তা দুর্ভোগে পরিণত হয়েছে। তবে ভোগান্তি খুব বেশি দিনের নয়, ইঙ্গিত পেলেই ফের চালু করা হবে। এসময় তিনি ঢাকা কেন্দ্রিক বা ব্যবসায়িক এলাকায় থ্রিজি সেবা সীমাবদ্ধ না রেখে দেশের দুর্যোগপূর্ণ প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেটের এ সেবা সম্প্রসারণের জন্য টেলি কমিউনিকেশন কোম্পানিগুলোকে কাজ করার আহ্বান জানান। পরে মন্ত্রী দহগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণফোন আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি, সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট সফুরা বেগম এমপি, গ্রামীণ ফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল প্রমুখ। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে