লালমনিরহাটকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা
আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলাকে বাল্যবিয়ে মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে জেলার হাতীবান্ধা এস এস স্কুল এন্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে আনুষ্ঠিনিক ভাবে এ ঘোষণা করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদ, রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, জেলা দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজী, লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান এম জি মোস্তফা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান। পরে উপস্থিত সবাই বাল্যবিয়েকে না বলে শপথ বাক্য পাঠ করেন।
২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস