শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ০৯:৫৬:১০

বাংলাদেশে ঢুকে গ্রামবাসীদের ধাওয়ায় অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশে ঢুকে গ্রামবাসীদের ধাওয়ায় অস্ত্র ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাট : লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার মুংলবাড়ি সীমান্তে বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে গ্রামবাসীদের ধাওয়ায় অস্ত্র ফেলে পালাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য। শুক্রবার রাতে ওই সীমান্তের ৮৪১ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সুত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর সীমান্ত লাগোয়া মংলীবাড়ি গ্রামের দক্ষিণে বাংলাদেশি চারজন যুবককে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ। একপর্যায়ে ওই সীমান্তের ৮৪১ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলার অতিক্রম করে বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে পড়ে ভারতীয় ভোটপাট্টি বিএসএফ ক্যাম্পের দুই সদস্য। বাংলাদেশের অভ্যান্তরে ঢুকতে দেখে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ওই চার যুবক বিএসএফ সদস্যদের ঘিরে ফেলে।

এ সময় বাংলাদেশিদের হামলায় এক বিএসএফ সদস্য আহত হয়। আহত ওই বিএসএফ সদস্য অস্ত্র ফেলে পালিয়ে যায়। অপর বিএসএফ সদস্য তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে সটকে পরে। খবর পেয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে বিএসএফের ফেলা রাখা অস্ত্র উদ্ধার করে।

এ ব্যাপারে জানতে চাইলে রংপুর ৬১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায় লে. কর্নেল শরীফ রাত সাড়ে ৯টার বলেন, আমি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। সেখানে আমাদের স্থানীয় বিজিবি সদস্যরা রয়েছে। বিএসএফ যে অস্ত্র রেখে পালিয়ে গেছে তা বর্তমানে বিজিবির কাছে জমা আছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে অস্ত্র খোয়া যাওয়ায় সীমান্তের ওপারে বিপুল সংখ্যক বিএসএফ জড়ো হচ্ছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। পাশাপাশি বিজিবিও বেশ সর্তক অবস্থায় রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে