হাতীবান্ধা ও পাটগ্রাম : লালমনিরহাট জেলায় করোনাভাইরাস মো'কাবেলায় দিন রাত কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন সেনাসদস্যরা।
লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় প্রায় এক হাজার ত্রান সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যকেটে ছিল চাল, ডাল, আটা, তেল, লবণ, বিস্কুট ও সুজি।
বাংলাদেশ সেনাবাহিনীর লালমনিরহাট ইউনিট প্রধান অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমানের নেতৃত্বে জেলার গুচ্ছগ্রাম, বস্তি, নিম্ন আয়ের মানুষ ও অসহায় দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে সেনাসদস্যরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলার ধবল সুতি গুচ্ছগ্রামের বাসিন্দার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সেনাসদস্যরা।