লালমনিরহাটে কাফনের কাপড় মাথায় নিয়ে মাঠে থাকবে বিএনপি
লালমনিরহাট: লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় নিজ দলের মেয়র পদপ্রার্থীকে বিজয়ী করতে রাজনৈতিক দলগুলো এখন মরিয়া। তবে ভোটের দিন সরকারি দল যাতে বাড়তি সুবিধা নিতে পারে সেজন্য জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগের ভোট ডাকাতি ঠেকাতে তারা কাফনের কাপড় মাথায় নিয়ে মাঠে থাকবে। বিএনপির মেয়র প্রার্থী আব্দুল হালিম বলেন, ‘ক্ষমতার প্রভাবে নানাভাবে আতঙ্ক সৃষ্টি করছে আওয়ামী লীগ। তারা ভোট কারচুপির পাঁয়তারা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা সৃষ্টি করছে। বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট দেয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভোট কারচুপি ঠেকাতে প্রয়োজনে বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় মাথা নিয়ে মাঠে থাকবে। আওয়ামী লীগ সূত্র জানায়, দলীয় কর্মকাণ্ডে তেমনভাবে জড়িত না থাকলেও লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিন্টুকে মনোনয়ন দেয়া হয়েছে। ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল