লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় শাশুড়ির করা প'র্নোগ্রা'ফি মাম'লায় মেয়ের জামাইকে গ্রেফ'তার করেছে পুলিশ। রবিবার বিকেলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ইকবাল হোসেন মান্না ওই উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। শনিবার রাত ১ টার দিকে নীলফামারীর জলঢাকা থেকে তাকে গ্রেফ'তার করা হয়।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, একই উপজেলার সির্ন্দুনা ইউপির এক মেয়ের সঙ্গে প্রথমে প্রেম পরে বিয়ে হয় ইকবাল হোসেন মান্নার। কয়েকদিন সংসার করার পর তাদের মধ্যে ক'লহ শুরু হয়। তিন মাস ধ'রে ওই মেয়ে বাবার বাড়িতে অবস্থান করছে। এই সুযোগে ইকবাল হোসেন মান্না স্ত্রীর সঙ্গে তো'লা বেশ কিছু অ'ন্তর'ঙ্গ ছবি ফেসবুকে ছ'ড়িয়ে দেন। ওই ঘ'টনায় মাম'লা করেন ওই মেয়ের মা।
ওসি আরো জানান, মাম'লার পর ইকবাল হোসেন মান্নাকে গ্রেফ'তারে অভি'যান চা'লানো হয়। কিন্তু তিনি গা' ঢা'কা দেন। শনিবার রাত ১ টার দিকে গো'পন ত'থ্যের ভি'ত্তিতে নীলফামারী জলঢাকা উপজেলা থেকে তাকে গ্রেফ'তার করা হয়। রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ইকবাল হোসেন মান্নাকে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর অ'শা'লিন ছবি ছ'ড়িয়ে দেওয়ায় পুরো জেলা জু'ড়ে নি'ন্দার ঝড় উ'ঠেছে। ওই মেয়েটি নিজের আ'ত্মস'ম্মান ক্ষু'ণ্ণ হওয়ায় রবিবার রাতে আ'ত্মহ'ত্যারও চে'ষ্টা চা'লান বলে জানান ওসি ফারুক। বাংলাদেশ প্রতিদিন