 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
লালমনিরহাট থেকে : পুকুর খনন করতে গিয়ে লালমনিরহাটে স'ন্ধা'ন মিলেছে দ্বিতীয় বিশ্বযু'দ্ধে ব্যবহৃত যু'দ্ধ বিমানের ধ্বং'সাবশেষ। উদ্ধার কার্যক্রম শুরু করেছে প্রশাসন। শনিবার দুপুর থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে বিমান বা'হি'নী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে শুক্রবার সন্ধায় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ দাড়ারপাড় গ্রামের রেজাউলের পুকুর খনন করতে গিয়ে তা দৃ'শ্যমান হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, নিজের জমিতে পুকুর খনন শুরু করেন গুড়িয়াদহ দাড়ারপাড় গ্রামের রেজাউল। খননের একপর্যায়ে শুক্রবার সন্ধায় একটি বিমানের পেছনের অংশের ধ্বং'সাবশেষ দেখতে পান শ্রমিকরা। এ সময় স্থানীয়দের খবরে সদর থানা পুলিশ ঘ'টনাস্থলে গিয়ে জায়গাটি দ'খলে নিয়ে খনন কাজ বন্ধ করে দেন।
সংশ্লিষ্ট দফতরগুলোতে খবর পাঠায় পুলিশ। শনিবার দুপুরে বিমানবা'হি'নী লালমনিরহাট ইউনিট, লালমনিরহাট ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে বিমানটির ধ্বং'সাবশেষ উ'দ্ধারে খনন কাজ শুরু করে। এরই মধ্যে বিমানের ধ্বং'সাবশেষ থেকে পাইলটের ব্যবহৃত আংটি, বেশ কিছু গো'লা বা'রু'দ উ'দ্ধার করা হয়েছে বলে প্রত্য'ক্ষদ'র্শীরা দাবি করেন।
ধা'রণা করা হচ্ছে ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযু'দ্ধের সময় ব্যবহৃত মার্কিন যু'দ্ধবিমান এটি। মৃ'ত পাইলটের ব্যবহৃত আংটিও উদ্ধার করা হয়েছে। ঘ'টনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিমান বাহি'নীর ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে উ'দ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উ'দ্ধার শেষ হলে যাবতীয় ত'থ্য তুলে ধ'রে প্রেস ব্রিফিং করা হবে। এটি দ্বিতীয় বিশ্বযু'দ্ধে ব্যবহৃত মার্কিন যু'দ্ধবিমান বলে প্রাথমিকভাবে ধা'রণা করা হচ্ছে।
তবে পুরো উদ্ধার কার্যক্রম শেষ করতে দুই দিন সময় লাগতে পারে বলে জানান এই কর্মকর্তা। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘ'টনার সত্যতা নি'শ্চিত করে বলেন, বিমানবা'হি'নীর নেতৃত্বে যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার শেষ হলে বিস্তারিত জানা যাবে।