মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ০১:৪৫:১৩

ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহ'ত

ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহ'ত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গু'লিতে রিফাত ইসলাম (২০) নামে এক যুবক নিহ'ত হয়েছেন। নিহ'ত রিফাত উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নি'শ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। 

নিহ'তের পরিবার, রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন ও পাটগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা গু'লি ছোড়ে। এ সময় ঘটনাস্থ'লেই রিফাত নিহ'ত হওয়ার পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা রিফাতের ম'রদেহ টে'নে হেঁচ'ড়ে ভারতে নিয়ে যায়। 

পাটগ্রাম পুলিশ জানায়, নিহ'ত রিফাতের লাশ ভারতীয় ভূখণ্ডে পড়ে রয়েছে। আমরা যোগাযোগ করেছি। ভারতীয় পুলিশ ম'রদেহটি নিয়ে যাবে বলে তথ্য রয়েছে। এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার বেলাল হোসেন বলেন, আজ মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তের ৮৬২নং মেইন পিলার দিয়ে ভারতের কুচবিহার জেলার ভগরামগুরি গ্রামে ‘রিফাতসহ পাঁচ-সাতজনের একটি দল গরু আনতে যায়। বিষয়টি টের পেয়ে ভারতীয় ১৪০ বিএসএফের চোঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা এলোপাথাড়ি গু'লি ছু'ড়লে ঘট'নাস্থলেই রিফাত নিহ'ত হয়।

এই ঘট'নায় বিজিবির পক্ষ থেকে প্র'তিবাদপত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ’র পক্ষ থেকে এখনো কোনো সা'ড়া পাওয়া যায়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে