শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ০৪:১৬:৫০

দাম কমলো স্বর্ণের

দাম কমলো স্বর্ণের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রশমনের কারণে বিশ্ববাজারে সোনার দাম কমে গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬০৪.২৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি ডেলিভারির গোল্ড ফিউচারসের দামও ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬০৮.৯০ ডলার হয়েছে।

বিশ্লেষক কাইল রোডা জানান, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কা কমায় সোনার চাহিদা হ্রাস পেয়েছে। এছাড়া ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যা সোনার দাম কমানোর একটি কারণ।

অন্যদিকে, স্পট রুপার দামও ১.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৯০.৬৬ ডলার হয়েছে। প্লাটিনামের দামও ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ২,৩৫৮.৯৫ ডলারে নেমেছে।

দেশের বাজারে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ধরা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের দাম প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার এই দাম হ্রাসে অনেক ক্রেতা সোনায় বিনিয়োগের জন্য উৎসাহী হলেও, অর্থনীতির অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতি আরও প্রভাব ফেলতে পারে। সূত্র: রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে