বুধবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২২, ০৪:১৬:৫৭

৪৫৭ বছরের প্রাচীন মসজিদ ভাঙা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব

৪৫৭ বছরের প্রাচীন মসজিদ ভাঙা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব

লালমনিরহাট থেকে : এক পক্ষ চাইছে ৪৫৭ বছরের প্রাচীন মসজিদ ভেঙে আধুনিক স্থাপনা নির্মাণ করা হোক, অন্যপক্ষ চায় প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে ইতিহাসে সংরক্ষণ করতে। মুঘল আমলে নির্মিত মসজিদ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব তৈরি হয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার গিলবাড়ি গ্রামে।

মুঘল আমলে এই মসজিদটির নির্মাণ কে করেছিল তা জানা নেই এলাকাবাসীর। কালের বির্বতনে হারিয়ে যাওয়া নামফলক থেকে এলাকার মানুষ জানিয়েছেন মসজিদ নির্মিত হয়ে ছিল ১৫৬৫ সালে। ৭ শতাংশ জমির উপর নির্মিত প্রাচীন এই মসজিদের দৈঘ্য ৪২ ফুট এবং প্রস্থ ১৭ ফুট। প্রধানফটকে ৩টি মিনারসহ মসজিদটিতে রয়েছে ১৩টি মিনার। মসজিদের সামনেই রয়েছে একটি প্রাচীন কুয়া। এই কুয়াটিই একসময় গিলবাড়ি গ্রামে সুপেয় পানির উৎস ছিল।

মসজিদের ভেতর বেশি সংখ্যক মুসল্লি এক সাথে নামাজ আদায় করা কঠিন হয়ে পড়ে। তাই গ্রামের এক পক্ষ চাইছে এটি ভেঙে নতুন আধুনিক মসজিদ তৈরি করা হোক। আর অপর পক্ষের চাওয়া মুঘল আমলের এই স্থাপনা সংরক্ষণ করে অন্য স্থানে নতুন মসজিদ তৈরি করা হোক। সম্প্রতি মসজিদটি পরিদর্শনের পর সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে