সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:১৪:২১

মন্দিরের দুই লক্ষাধিক টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরি

মন্দিরের দুই লক্ষাধিক টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরি

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকায় অবস্থিত শ্রীশ্রী কালী মন্দিরের প্রধান দরজার তালা ভেঙ্গে মন্দির থেকে দেবীর জন্য দুই লক্ষাধিক টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরি করেছে সংঘবদ্ধ চোরেরা। রবিবার মাধ্যরাতের যেকোন সময় এ চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।

শহরের শ্রীশ্রী কালী মন্দির জেলার কেন্দ্রীয় মন্দির উল্লেখ করে মন্দিরের পুরোহিত শ্রী শঙ্কর চক্রবর্তী জানান, অতীতে কোন দিন এই মন্দিরে এমন ঘটনা ঘটেনি। দীর্ঘদিন থেকে শহরের কালীবাড়ীতে মন্দির- মসজিদ পাশাপাশি থেকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছে। “মন্দিরের প্রধান দরজায় লাগানো তালা আলগোভাবে খুলে সংঘবদ্ধ চোরেরা এ জুরির ঘটনা ঘটিয়েছে। চুরির সময় চোরেরা মন্দিরের বৈদ্যুতিক লাইনের প্রধান সুইচ বন্ধ বরেছিল,” পুরোহিত এমনটি জানিয়ে আশংকা প্রকাশ করে বলেন নেশার সাথে জড়িরা এ চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

শ্রীশ্রী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী জীবন কুমার সাহা বলেন, মন্দিরের তালা খুলে পুর্বপরিকল্পিত ভাবে মন্দির থেকে দেবী’র গহনা চুরি সত্যিই দু:খজনক। মন্দির থেকে শহর পুলিশ ফাঁড়ি মাদ্র একশ গজ ব্যবধানে জেনেও চোরেরা স্পর্শকাতর এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। “আমরা মামলা করেছি আর পুলিশ তদন্ত স্বাপেক্ষে আেইনগত ব্যবস্থা নিবেন,” জানান মন্দির কমিটির সভাপতি।

মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র সাহা জানান, মন্দির থেকে দেবী’র গহনা চুরির ঘটনায় যেই জড়িত থাকুক না কেনো পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাধারন ভক্তদের আশ্বস্ত করবেন। “শহরের ব্যস্ততম একটি স্থানে অবস্থিত মন্দিরে চুরির ঘটনায় আমরা শংতি হয়েছে,” এমনটি জানালেন গোবিন্দ গোষ।
শহর পুলিশ ফাঁড়ির টিএসআই মনছুর আলী এ চুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন চুরি যাওয়া দেবী-মুর্তির অলংকার উদ্ধার করতে ও চোরদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে