আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সুমাইয়া আক্তার (২) নামে এক শিশুর চুল কেটে দেওয়ায় অপরাধে চাদনী আক্তার (১০) নামে এক শিক্ষার্থীর মাথার চুল কেটে প্রতিশোধ নিলেন তার বাবা সাজু। এ বিষয়ে সোমবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছে ওই শিক্ষার্থীর নানী আছিয়া বেগম। সোমবার বিকালে উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
চাঁদনী আক্তার উপজেলার পারুলীয়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। সে হাতীবান্ধা শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। চাঁদনীর বাবা-মা ঢাকায় কাজ করেন। তাই সে উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামে তার নানা-নানীর বাসায় বসবাস করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এস,আই) কালাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সতত্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযুক্ত সাজু জানান, চাঁদনী আমার মেয়ের চুল কেটে দিয়েছে তাই আমি ওর চুল কেটে দিয়েছি। চাঁদনী আপনার মেয়ের চুল কাটলেও আপনি তার চুল কাটতে পারেন না এটা অপরাধ এমন প্রশ্ন করলে সে জানান, আমি অপরাধ বুঝি না সে আমার মেয়ের চুল কেটেছে তাই আমি তার চুল কেটে দিয়েছি অর্থাৎ শোধ-বোধ।
এ বিষয়ে চাঁদনীর নানী আছিয়া বেগম জানান, আমার নাতনী যদি কোন অপরাধ করে তাহলে সাজু আমাকে জানালো না কেন? আমি মানুষের বাসায় কাজ করে খাই বলে আমার করার কিছু নাই। তাদের অনেক টাকা তাই তারা যা ইচ্ছা তা করবে। বিচার বলতে কি কিছুই নেই।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস