আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা দলীয় সমর্থনের ছুটছেন দলীয় নেতাদের কাছে। ক্লান্তিহীন দৌড়ঝাঁপে এগিয়ে রয়েছে নবাগত প্রার্থীরা। দলীয় মনোনয়ন লাভের আশায় তৃণমূল ভোটারদের সমর্থনের চেয়ে নেতাদের দৃষ্টি আকর্ষণে তাদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে। এবার দলীয় প্রতীকে নির্বাচনে অনেক প্রার্থী চাঙ্গা।
হাতীবান্ধা উপজেলাল ৭ নং ডাউয়াবাড়ী ইউনিয়নের বিএনপির সম্ভাব্য প্রার্থী আনোয়ারুল কবির ওয়াসিম সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, আমি হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে আহবায়ক আমার পিতা আব্দুল সাত্তার ডাউয়াবাড়ী ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত। তিন বারের সফল সাবেক চেয়ারম্যান এবং ১৯৯০ এর হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার বিএনপি মনোনীত সংসদ প্রাথী ছিলেন।
আমার স্ত্রী মাকতুফা ওয়াসিম বেলী হাতীবান্ধা উপজেলা পরিষদে বিএনপির থেকে সমর্থন পেয়ে ৬২ হাজার ৪ শত ৬৫ ভোট পেয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়।
আমি আসন্ন ইউনিয়ন পরিষদের ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। উপজেলা বিএনপি এবং তৃনমূল বিএনপির সমর্থন রয়েছে। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু মহোদয় ডাউয়াবাড়ী ইউনিয়র থেকে আমাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করলে আমি বিপুল ভোটে জয়লাভে আশা প্রকাশ করছি। আসন্ন ইউনিয়ন পরিষদের সুষ্ঠু নির্বাচন হলে জনগনের ভোট পেয়ে জয়লাভ করবেন বলে তিনি প্রতিবেদকের কাছে আশা প্রকাশ করেন।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস