রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৩:৫৫

লালমনিরহাটে স্কুল ছাত্রীকে হয়রানীর দায়ে ৬ যুবকের জেল

 লালমনিরহাটে স্কুল ছাত্রীকে হয়রানীর দায়ে ৬ যুবকের জেল

আসাদুজ্জামান সাজু, লালমনিরহা প্রতিনিধি: স্কুলছাত্রীকে হয়রানীর দায়ে লালমনিরহাটে ছয় যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্যাম্যমান আদালত।
শনিবার দিনগত রাতে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের আফছার আলীর ছেলে মিনারুল ইসলাম(২৩), একই ইউনিয়নের বালাপাড়া গ্রামের নজীর হোসেনের ছেলে দুলাল হোসেন(৩০), ওমর আলীর ছেলে আলম মিয়া(২৪), মোজাম্মেল হকের ছেলে আশরাফুল আলম(২৪), আছর আলীর ছেলে রাশেদুল ইসলাম(২৪) ও হানিফ আলীর ছেলে হাবিবুর রহমান(২২)।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক(এসআই) হাফিজুর রহমান জানান, শনিবার রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী তার বন্ধু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রানা হামিদ(১৬) ও নিরবসহ(২০) তিস্তা সড়ক সেতুতে ঘুড়তে আসে।
এ সময় মিনারুল ইসলামসহ ৬ বখাটে তাদের মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিয়ে স্কুল ছাত্রীর দুই বন্ধুকে পুলিশে দেয়ার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়।
অপর দিকে স্কুল ছাত্রীকে বাসে তুলে দেয়ার নাম করে মোটর সাইকেলে তুলে নিয়ে পাশ্বেও বাঁশ ঝাড়ে নিলে স্কুল ছাত্রীর আত্নচিৎকারে তিস্তা সেতুর টোল প্লাজার হাইওয়ে পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।
স্কুল ছাত্রীর বর্ননা মতে শনিবার রাতেই সদর থানা পুলিশ ৬ বখাটেকে আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করেন।
গাক্ষ্যপ্রমান শেষে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর ইউএনও শফিকুল ইসলাম ৬ বখাটের প্রত্যেকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত ছয় বখাটেকে রাতেই লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে