সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ০৭:২৮:০২

পাঁচ শতাধিক জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান

পাঁচ শতাধিক জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান

এমটিনিউজ২৪ ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।

ছাত্রদলে যোগ দেওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবীর আহমেদ বলেন, ‘আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছাত্রদলে যোগ দিয়েছি।’

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। ছাত্রদের অধিকার আদায়ে আমরা একসঙ্গে কাজ করব।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ‘দেশে যখন সংকট দেখা দেয়, ছাত্রদলই সর্বপ্রথম তার মোকাবিলা করে। ছাত্রদের অধিকার রক্ষায় ছাত্রদলের ভূমিকা ঐতিহাসিক। বিএনপি সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান এবং সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে