শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০৩:০৫:৫২

কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীর হাত ভেঙ্গে দিলেন স্বামী

কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীর হাত ভেঙ্গে দিলেন স্বামী

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় শুক্রবার রাতে কন্যা সন্তান জন্ম দেয়ার অপরাধে আঞ্জুয়ারা (২৪) নামে এক গৃহবধু’র মাথা ফেটে ও হাত ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী।

ওই গৃহবধু’র পিতা হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী এলাকার আব্দুল আজিজ জানান, ৭/৮ বছর আগে তার মেয়ে আঞ্জুয়ারার পার্শ্ববর্তী নিজ শেখ সুন্দর গ্রামের আব্দুর রশিদ’র পূত্র আশাদুলের সাথে বিয়ে হয়। ৪ বছর আগে ছাব্বির নামে একটি পূত্র সন্তান জন্ম দেন তার মেয়ে। গত ২৮ ফেব্রুয়ারী তার মেয়ে আঞ্জুয়ারা ১ টি কন্যা সন্তান জন্ম দেন। তখন থেকেই তার উপর শুরু হয় অমানষিক নির্যাতন। শুক্রবার রাতে স্বামী আশাদুল কন্যা সন্তান জন্ম দেয়ার অপরাধে স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। ওই নির্যাতনে আঞ্জুয়ারার মাথা ফেটে যায় এবং বাম হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আঞ্জুয়ারা জানান, বাচ্চা গর্ভে আসার পর থেকেই তাকে তার স্বামী হুমকি দিতে থাকে। কন্যা সন্তান জন্ম দিলে তাকে তালাক দিবেন।

এ দিকে একাধিকবার যোগাযোগ করেও আঞ্জুয়ারার স্বামী আশাদুলের কোন বক্তব্য পাওয়া যায়নি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রমজান আলী জানান, আঞ্জুয়ারার মাথায় ৫ টি সেলাই হয়েছে এবং বাম হাত ভেঙ্গে গেছে। তাকে সুস্থ্য করে তুলতে অনেক সময় লাগবে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জনান, এ সংক্রান্ত কোন অভিযোগ এখন পর্যন্ত তিনি পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে