সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০৪:৫৬:১৭

লালমনিরহাটে আ’লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী বহিষ্কার, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

লালমনিরহাটে আ’লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী বহিষ্কার, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অর্ধ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীকে বহিষ্কারসহ উপজেলা ছাত্রলীগ কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। একই সঙ্গে ওই উপজেলার ৪ টি ইউনিয়নের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে।

হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের একটি সূত্র জানায়, গত রোববার উপজেলা আওয়ামীলীগের মাসিক সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের নির্দেশে উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন সাগর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসান মেহেদী অপন, সাংগঠনিক সম্পাদক তোছাদ্দেক আলম খান রুবেল, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক হোসেন ফুল্টন, কৃষি বিষয়ক সম্পাদক সহিদুল ইসলামসহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা ছাত্রলীগের কমিটিকেও বিলুপ্ত করা হয়েছে। এছাড়া ওই উপজেলার ডাউয়াবাড়ি, সানিয়াজান, টংভাঙ্গা ও সিন্দুর্না ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।

এদিকে বহিস্কারের বিষয়টি উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ স্বীকার করলেও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু বহিস্কার’র বিষয়টি অস্বীকার করেন। তবে উপজেলা আওয়ামীলীগ’র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু জানান, ওই সব নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। জেলা কমিটির অনুমতি নিয়ে তাদের বহিস্কার করা হবে এনিয়ে মাসিক সভায় আলোচনা হয়েছে।

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহান জানান, জেলা ছাত্রলীগ থেকে এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি। কে বা কাহারা আমাদের কমিটি বিলুপ্ত করলো তা আমার জানা নেই। জেলা ছাত্রলীগ ছাড়া আমাদের কমিটি অন্য কেউ বিলুপ্তির ক্ষমতা রাখে না।

এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের একান্ত সচিব আবু বক্কর সিদ্দিক শ্যামল জানান, উপজেলা আওয়ামীলীগ ওইসব নেতাদের বহিস্কারের জন্য জেলা সভাপতি বরাবর একটি রেজুলেশন দিয়েছেন। জেলা মাসিক সভায় এনিয়ে সিদ্ধান্ত হবে।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে