সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৫:৩৩:৩৬

বিয়ের আসর থেকে পালাল বর-কনে

বিয়ের আসর থেকে পালাল বর-কনে

লালমনিরহাট : বয়স না হওয়ায় বিয়ের আয়োজন করায় পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে বর ও কনে।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়।  সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে আসায় বরযাত্রীসহ ৮ জনের জেল-জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার রাতে বিয়ের আসর থেকে আটক করে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।  পরে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আজিজুর রহমান তাদের জেল-জরিমানা করেন।

পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের বরযাত্রী রবিউল ইসলাম (৪৫), আবু হোসেন (৩৫)  ও বসিরুলকে (৩০) ৭ দিনের এবং বরের ভাই নুর আলমকে (২৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অন্যদিকে হামিদুল ইসলাম (৩০), মজগর আলী (৭০), শমসের আলী (৬০) ও মোনছের আলীকে (৬৫) এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে হাতীবান্ধা উপজেলার পুর্বপাড়া এলাকায় আজিজুল ইসলামের মেয়ে হাতীবান্ধা মহিলা মাদ্রসার সপ্তম শ্রেণির ছাত্রী রোমানা আক্তার রুমির (১৪) বিয়ের আয়োজন করে তার পরিবার।

মেয়ের বাড়িতে বরযাত্রী আসার খবর পেয়ে রোববার রাতে পুলিশ ও হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আজিজুর রহমান অভিযান চালিয়ে ওই আটকজনকে আটক করা হয়।  পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জেল-জরিমানা প্রদান করেন।  এ সময় বর ও কনে পালিয়ে যায়।
১৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে