বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ১০:০২:১১

বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে ভারত সরকার সবসময় থাকবে : দিলীপ ঘোষ

বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে ভারত সরকার সবসময় থাকবে : দিলীপ ঘোষ

মাগুরা থেকে : ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন দুই বাংলার রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। সভায় বক্তারা বিশ্ব মানবতাকে লালন ও একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের আহবান জানান।

বুধবার বিকালে বাংলাদেশের মাগুরার শ্রীপুর উপজেলার হাজরাতলা শংকর বেদান্ত মঠের বিবোধানন্দ ব্রহ্মচারীর ৬৫তম জন্মতিথি ও সনাতন হিন্দু ধর্ম সম্মেলন উপলক্ষে মঠ প্রাঙ্গনে আয়োজিত এক সভায় এ আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিশেষ অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির প্রেসিডেন্ট ও বিধায়ক শ্রী দিলীপ ঘোষ।

বিশেষ অতিথির বক্তব্যে বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি শ্রী দিলীপ ঘোষ  বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরো জোরদার ও উন্নত করতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একান্তভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে বসবাসরত সকল ধর্মীয় সংখ্যালঘুদের পাশে সবসময় আমাদের সরকার থাকবে। তিনি আরও বলেন,  ভিসা পদ্ধতি আরো সহজ করতে তাদের সরকার আগ্রহী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বাংলাদেশ অসম্প্রদায়িক, উদার ধর্মে বিশ্বাসী দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। সব ধর্মের মূলমন্ত্র হচ্ছে মানবতা। আসুন আমারা বিশ্ব মানবতাকে লালন করি।’

বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অরুন হালদার বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ জানান। তিনি আশা প্রকাশ করেন, সব অপশক্তির বিরুদ্ধে মানবতাবাদ অবশ্যই জয়ী হবে।

বরিশাল জেলা রেজিস্ট্রার নৃপেন্দ্রনাথ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহাব, পুলিশ সুপার মুনিবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ।

১২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে