ঘরে বউ আনতে গিয়ে জামাইবাবু এখন জেলখানায়
মাগুরা প্রতিনিধি : ঘরে বউ আনতে গিয়ে জামাইবাবু এখন জেলখানায়। বাল্যবিয়ের অপরাধে বরকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে পাত্রের নানা ও কনের বাবাকে।
ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার নড়িহাটিতে। সোমবার বিকেলে মাগুরার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম তাদের এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম জানান, এদিন দুপুরে সদর উপজেলার হাজরাপুর গ্রামের মনিরুজ্জামান (২৩) পার্শ্ববর্তী নড়িহাটি গ্রামে ৭ম শ্রেণির ছাত্রী রোজিনাকে (১৩) বিয়ে করতে যায়।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, উপজেলার বেঞ্চ সহকারী এএসএম আক্তারুজ্জামান ও হাজিপুর ক্যাম্পের পুলিশ সদস্যদের নিয়ে বিয়ে বাড়িতে যাই। এসময় তাদের আটক করা হয়।
আটক পাত্র মনিরুজ্জামানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, পাত্রের নানা সলেমান ঢালি ও পাত্রীর বাবা আকিদুল শেখকে ১ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পাত্রকে বিকেলেই মাগুরা জেলে পাঠানো হয়।
২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম