বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৬:১৭:৪৭

মাগুরায় নারী নির্যাতন নির্মূলকরণে মানববন্ধন

মাগুরায় নারী নির্যাতন নির্মূলকরণে মানববন্ধন

আব্দুস সালেক মুন্না, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় বৃহস্পতিবার দুপুরে পারনান্দুয়ালী ব্র্যাক অফিসের সামনে নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ উপলক্ষে মানববন্দন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাগুরা এ মানবন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বগেম, ব্র্যাক মাগুরা সদরের স্বাস্থ্য কর্মসূচির রিজিওনাল ম্যানেজার শাহ্জাহান সিরাজ, ব্র্যাক কর্মকর্তা সাইফুল ইসলাম, রতন কুমার, মাগুরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জুলি চৌধুরী, আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু উপস্থিত ছিলেন। মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা ও মেয়ে শিশুর প্রতি বৈষম্য মূলক আচরণ, যৌতুক ও বাল্যবিবাহ এবং নারী নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয়।মানববন্ধনে জেলার বিভিন্ন নারী সংগঠনের সদস্য, এনজিও প্রতিনিধি, সুধিজন ও সাংবাদিকসহ মোট ১৩০ জন অংশ নেন। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে