মাগুরা: মাগুরা-২ আসনে আওয়ামী লীগ'র মনোনীত প্রার্থী বীরেন শিকদার বেসরকারি ভাবে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ১৩৪ কেন্দ্রে ভোট পেয়েছেন ২,৩০,১২৩। অন্যদিকে, তার নিকটতম বিএনপি প্রার্থী নিতায় রায় চৌধুরী ভোট পেয়েছেন ৫২,০০,৯ ভোট।