সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৪:২২

মাগুরায় শেষ মুহুর্তে জমজমাট প্রচার-প্রচারণা

মাগুরায় শেষ মুহুর্তে জমজমাট প্রচার-প্রচারণা

আব্দুস সালেক মুন্না, মাগুরা প্রতিনিধি : মাগুরায় শেষ মুহুতে নির্বাচনী প্রচার-প্ররারণা জমজমাট হয়ে উঠেছে । মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় থেকে শুরু করে হাট-বাজার চায়ের দোকানসহ সর্বত্র স্থানে শুধু নির্বাচনী আলাপন । শেষ মুহুতে মেয়র,সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ব্যস্ত সময় পার করছেন গন সংযোগ ভোট প্রার্থনা নিয়ে । ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন পাড়া-মহল্লার বিভিন্ন বাড়ি বাড়ি । কেউ কেউ পাড়া মহ্ল্লায় গন্যমান্য ব্যক্তিবর্গ মানুষের সাথে নিয়ে নিবাচনী পথসভা করছেন । আগামী ৩০ তারিখ মাগুরার একমাত্র পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে । ভোটের দিন ঘনিয়ে আসার বিরামহীন ভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা । চলছে প্রচার-প্রচারনার মাইকিং পাড়া-মহল্লায় , হাটে-বাজারেসহ শহরের বিভিন্ন সর্বত্র স্থানে । পোষ্টারে ,পোষ্টারে ছেয়ে গেছে পৌরসভার ৯টি ওর্য়াডের পাড়া ,মহল্লা ,শহরের বিভিন্ন স্থান । প্রার্থীরা পৌষের কনকনে শীত উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলাচ্ছেন গণসংযোগ ও ভোট প্রার্থনা । প্রচারণার অংশ হিসেবে স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্র“তির পাশাপাশি আগামী পাচঁ বছরে কী কী করবেন সেসব তুলে ধরছেন ভোটারদের কাছে । প্রত্যেক প্রার্থী চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার জন্য । পৌরসভার ৬ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বজলুর রহমান বিবেক ডালিম মার্কা প্রতীক নিয়ে পারন্দুয়ালী গ্রামের মুন্সি পাড়া , বিশ্বাস পাড়া, শেখ পাড়া সহ ্লক্ষ্মীকান্দর এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা অব্যাহত রখেছেন । পাশাপাশি এই ওয়ার্ডের অন্য কাউন্সিলর প্রাথী কুতুব উদ্দিন উটপাখি মার্কা নিয়ে গ্রামের বাড়ি বাড়ি সহ বিভ্ন্নি স্থানে গণসংযোগ ও ভোট প্রার্থনা অব্যাহত রখেছেন । মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । আগামী ৩০ তারিখ মাগুরার একমাত্র পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে । রির্টারিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে , মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৬৫ হাজার ৮ শত ৫৯ জন । তার মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৪ শত ১২ জন ও মহিলা ভোটার ৩৩ হাজার ৪ শত ৪৭ জন । মোট ৩২ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । ৩২ টি কেন্দ্রের মধ্যে ২৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে । ২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে