মাগুরা : তালগাছের ডালে ঝুলন্ত ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে মাগুরা সদর উপজেলার তেঘরিয়া গ্রামের তালগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
মাগুরা সদর থানার ওসি আজমল হুদা জানান, পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে তেঘরিয়া গ্রামের রাস্তার পাশে তালগাছের ডালে একটি ব্যাগ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে ব্যাগটি খুললে তার মধ্যে এক নবজাতকের লাশ দেখতে পান তারা।
পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর