বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:১৮:১৯

ঈগল নিয়ে টানা-হেঁচড়া, না গিয়ে পারলেন না ইউএনও

ঈগল নিয়ে টানা-হেঁচড়া, না গিয়ে পারলেন না ইউএনও

মাগুরা প্রতিনিধি : বৃহস্পতিবার বিকেলের ঘটনা।  দাপ্তরিক কাজে গাড়িতে করে নহাটার দিকে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহীন হোসেন। জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খর্দ ফুলবাড়িতে পৌঁছলে জটলা দেখতে পান।  গাড়ি থেকে নেমে সেখানে গিয়ে দেখেন, একটি বিরল প্রজাতির ঈগলকে নিয়ে টানা-হেঁচড়া করছে তারা।  পরে তিনি পাখিটি উদ্ধার করেন।

শাহীন হোসেন জানান, তিনি বিকেল ৪টার দিকে দাপ্তরিক কাজে গাড়িতে করে নহাটার দিকে যাচ্ছিলেন।  পথে খর্দফুলবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জটলা দেখে গাড়ি থামান।

এ সময় একদল শিশু পা বাঁধা অবস্থায় ঈগল প্রজাতির একটি পাখি নিয়ে টানা-হেঁচড়া করছিল।  স্থানীয়দের সহায়তায় পাখিটিকে উদ্ধার করে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন তিনি।  সেখানে পাখিটির চিকিৎসা চলছে।

কোনো কারণে হয়তো আঘাত পেয়ে পাখিটি উড়তে পারছে না।  সুস্থ হলে তাকে মুক্ত করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাখা ছড়ানো অবস্থায় পাখিটির দৈর্ঘ্য চার ফুট।  ছাই রঙের পালকের মধ্যে সাদা ডোরাকাটা দাগ রয়েছে।

মহম্মদপুর উপজেলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন, পাখিটি শিকারি ঈগল।  এরা বিল এলাকায় মাছ খেয়ে জীবন ধারণ করে।  খাবার ও বসবাসের পরিবেশ না থাকায় এ প্রজাতির ঈগল এখন বিলুপ্তপ্রায়।
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে