আব্দুস সালেক মুন্না, মাগুরা প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদান, সামাজিক উন্নয়ন ও ক্রিড়াঙ্গনকে সমৃদ্ধশীল করা এই তিনটি ব্রতকে সামনে রেখে মাগুরায় যাত্রা শুরু হলো ইসলামপুর পাড়া স্পোটিং ক্লাবের।
শুক্রবার সন্ধ্যায় শহরের চোরঙ্গী মোড় সেগুন বাগিচা এলাকায় ইসলামপুর পাড়া স্পোটিং ক্লাবের নিজস্ব কার্যালয়ে উপস্থিত থেকে ক্লাবটির উদ্বোধন করলেন মাগুরা নব নির্বাচিত পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আবু রেজা নান্টু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাকিব হাসান তুহিন ও ইসলামপুর পাড়া স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস