রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৪:৫৩:৩৬

মাগুরায় কণ্ঠবীথির ১৮ বছর পূর্তি উদযাপন

মাগুরায় কণ্ঠবীথির ১৮ বছর পূর্তি উদযাপন

মোখলেছুর রহমান, মাগুরা প্রতিনিধি: মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথির ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় মাগুরায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা। স্থানীয় নোমানী ময়দান শহীদ বেদী মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো: আহকাম উল্লাহসহ দেশবরেণ্য আবৃত্তিশিল্পীরা।

সুকান্ত ভট্টাচায্যের্র আঠারো বছর কবিতাটির বৃন্দ পরিবেশনার মাধ্যমে শুরু হয় আবৃত্তি অনুষ্ঠান। একে একে আবুত্তি পরিবেশন করে কণ্ঠবীথি সাধারণ ও শিশু বিভাগের সদস্যরা। শেষ পর্বে ছিল আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা। এ পর্বে আবৃত্তি পরিবেশন করেন বরেণ্য আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ, রফিকুল ইসলাম ও মাসকুর এ সাত্তার কল্লোল। বিপুল সংখ্যক দর্শক তাদের মনোমুগ্ধকর আবৃত্তি উপভোগ করেন। শেষে ১৮টি ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূনর্মিলনী, শোভাযাত্রাসহ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে