আব্দুস সালেক মুন্না, মাগুরা প্রতিনিধি: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে সুন্দরবন অভিমুখে যাত্রার অংশ হিসেবে গতকাল শুক্রবার মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
কমিটির নেতৃবৃন্দ ঢাকা থেকে ফরিদপুর হয়ে সকাল সাড়ে ১১ টায় মাগুরায় পৌছে বিক্ষোভ মিছিল সমাবেশ করে। মিছিলটি মাগুরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এমআর রোডে সমাবশে করে। সমাবেশে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সদস্য সচিব ড. আনু মহম্মদ, সিপিবির কেন্দ্রীয় নেতা সরদার রুহিন হোসেন, জুনায়েদ সাকি, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির মাগুরা জেলা শাখার আহবায়ক ওহিদুল ইসলাম, সদস্য সচিব শরীফ তেহেরান টুটুল প্রমুখ। সভা শেষে কমিটির নেতৃবন্দ ঝিনাইদহের উদেশ্যে রওনা হন।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস