নিউজ ডেস্ক: মাগুরার শালিখা উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার পুলুম গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রিজিয়া বেগম (৬০)। তিনি ওই গ্রামের মকছেদ মোল্যার স্ত্রী।
এ ঘটনার পর ঘাতক ছেলে পান্নু মোল্যা (৩০) পালিয়ে যেতে গেলে প্রতিবেশীরা ধরে তাকে পুলিশে দিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পান্নু দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি তার নিজের নামে লিখে নেয়ার জন্যে মা-বাবাকে চাপ দিয়ে আসছিলেন।
এরই জের ধরে বুধবার বিকালে বাড়ির উঠানে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারাল দা দিয়ে তিনি মাকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর পান্নু দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাড়ির লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে ধাওয়া করে তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
এর আগে পান্নু সম্পত্তির জন্য বাবা মকছেদ মোল্যাকে বসতঘরে আটকে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে প্রতিবেশীরা দ্রুত এসে মকছেদ মোল্যাকে ঘর থেকে উদ্ধার করেন। ওই ঘটনায় মামলা হলে পুলিশ পান্নুকে গ্রেফতার করে। এক মাস আগে তিনি জামিনে মুক্তি পান।-যুগান্তর
২৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ