মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৬:৫৪

মাগুরায় জামায়াতের আস্তানায় পুলিশের অভিযান

মাগুরায় জামায়াতের আস্তানায় পুলিশের অভিযান

মোঃ মাসুদ রানা, জেলা প্রতিনিধি(মাগুরা): মাগুরা জেলাসদরের  দরিমাগুরা এলাকায় জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাষ্ট ও এতিমখানা মাদ্রাসা থেকে ৩৫ টি তাঁজা হাত বোমা উদ্ধার হয়েছে।

 
মঙ্গলবার  রাত ১টার দিকে গোয়েন্দা পুলিশ এ বোমাগুলো উদ্ধার করে। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।   

মাগুরা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) সুদর্শন রায়  জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল  শহরের দরি মাগুরা এলাকায় জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাষ্ট ও এতিমখানা মাদ্রাসা অভিযান চালায়। এ সময়  ট্রাষ্টের একটি টিন শেড ঘর থেকে দুটি ব্যাগে তাঁজ ৩৫টি হাত বোম উদ্ধার হয়। তবে পুলিশ ঘটনা স্থল থেকে কাউকে আটক করতে পারেনি। এ সময় মাগুরার পুলিশ সুপার একেএম এহসান সহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ৭১এ মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইবুনালে দন্ডিত জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায়েকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য জামায়াতের কর্মীরা বোমাগুলো ওই ঘরে লুকিয়ে রেখেছিল বলে পুলিশর ধারণা করছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে।
১৬ জুন ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে